২৯ মে রবিবার বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের ফরক্কাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ওয়াই-মুভস প্রজেক্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ কার্যক্রমের অংশ হিসেবে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কৈশোর বান্ধব সেবা কিশোর-কিশোরী কমিউনিটি স্কোর কার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মমতাজ বেগম। বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। মুক্ত আলোচনা করেন ২নং ফরক্কাবাদ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিকার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক রাজু আহমেদ, ফরক্কাবাদ ইউনিয়নের নুরুল ইসলাম স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান মোঃ কাওছার আলী, সহকারী প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, রাজারামপুর ইউপির সচিব মোঃ মোকাররম হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম। বক্তারা বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আওতায় তৃণমূল পর্যায়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সেবা প্রদান করে যাচ্ছি। যার ফলে বর্তমানে এই সেবার মান ৭৭ ভাগে উন্নত হয়েছে। আগামীতে আমরা আরও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করবো। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির জন্য কমিউনিটি স্কোর কার্ড এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহীতা এবং একটি মডেল স্বাস্থ্য সেবা গড়ে তুলবো।