ভারতের নিউজলপাইগুড়ি থেকে ১২ জন যাত্রী নিয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছায় আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন। বুধবার (১ জুন) বাংলাদেশ সময় ২টা পাঁচ মিনিটে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ট্রেনটি। যাত্রাবিরতি শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই যাত্রীদের মধ্যে বাংলাদেশের চারজন ও ভারতের আটজন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এর আগে বুধবার সকালে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব ট্রেনটির উদ্বোধন করেন। নয়াদিল্লী থেকে বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে মিতালী ট্রেনটির ভার্চুয়াল ‘ফ্লাগ অফ’ করেন দুই দেশের রেলমন্ত্রী। নিউজলপাইগুড়ি-চিলাহাটি রুটে সপ্তাহে চারদিন চলাচল করবে ট্রেনটি।
মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে ঢাকার ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। তবে ভারত-বাংলাদেশ সীমান্তে ট্রেনটি ১০ মিনিটের দুটি বিরতি দেবে। ভারতে হলদিবাড়িতে এবং বাংলাদেশ সীমান্তের চিলাহাটিতে এই বিরতি দেবে ট্রেনটি। এই বিরতির মাঝেই সীমান্তে ট্রেনের চালক বদল হবে। ভারতের অংশে ভারতীয় চালক আর বাংলাদেশ অংশে বাংলাদেশি চালকেই ট্রেনটি চলবে বলে জানিয়েছেন ট্রেনের গুডস সহকারী মো. ইসমাইল হোসেন। চিলাহাটি থেকে ঢাকার দূরত্ব ৫৩৬ কিলোমিটার আর চিলাহাটি থেকে নিউজলপাইগুড়ির দূরত্ব ৭০ কিলোমিটার। তবে চিলাহাটি স্টেশনে ট্রেনটি থামলেও এই স্টেশন থেকে কোনো যাত্রী ওঠানামা করা যাবে না। এই এলাকার কোনো যাত্রী মিতালী এক্সপ্রেস দিয়ে ভারতে যেতে চাইলে তাকে ঢাকা থেকেই উঠতে হবে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের চিলাহাটি আর ভারতের হলদিবাড়ি রেলপথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে ২০২০ সালের ১৭ ডিসেম্বর এই রুট দিয়ে পণ্যবাহী ট্রেনের উদ্বোধন করা হয়। সবশেষ ২০২১ সালের ২৭ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু উদ্বোধনের পর করোনা পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে যায় যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেনের চলাচল। এর আগেও একবার ট্রেন চলাচল শুরু করার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি । বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসিম কুমার জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের ভিসাসহ অন্যান্য জটিলতার অবসান হওয়ায় বুধবার মিতালী এক্সপ্রেস ট্রেনটি ১২ জন যাত্রী নিয়ে ভারত সীমান্তের নিউ জলপাইগুড়ির স্টেশন থেকে বাংলাদেশ সীমান্তের চিলাহাটি স্টেশন আসে। ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। মিতালি এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের কোনো স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবে না। কেবল ঢাকার ক্যান্টনমেন্ট থেকে যাত্রী ওঠানো যাবে। যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চিলাহাটিতে থামলেও যাত্রী ওঠানামা করা যাবে না।
চিলাহাটি স্টেশনমাস্টার রুহুল আমিন জানান, প্রথমদিনের আনুষ্ঠানিকতার কারণে ২০ মিনিট বিলম্বে ২টা ৪৫ মিনিটে ট্রেনটি চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত ৯টা ৫০ মিনিট ছেড়ে চিলাহাটি স্টেশনে এসে পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং নিউজলপাইগুড়ি পৌঁছাবে ৭টা ১৫ মিনিটে।
তিনি আরও জানান, ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ভারতের নিউজলপাইগুড়ি পথে সপ্তাহে দুইদিন চলাচল করবে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতে যাবে সোম ও বৃহস্পতিবার এবং ভারতের নিউজলপাইগুড়ি থেকে বাংলাদেশে আসবে রোববার ও বুধবার। বাংলাদেশ অংশে ঢাকা ও চট্টগ্রামে এই ট্রেনের টিকিট পাওয়া যাবে। ইমিগ্রেশন ও কাস্টমস জটিলতার কারণে আপাতত চিলাহাটিতে টিকিট বিক্রি ও যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে।