“দুগ্ধ খাতে স্থায়ীত্ব, সেই সাথে পরিবেশগত পুষ্টি এবং আর্থ-সামাজিক ক্ষমতায়ন” শীষর্ক প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জামালপুরে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে প্রাণি সম্পদ হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, খামারী উদ্যোক্তা আশরাফুল ইসলাম সিদ্দিকী মামীম, ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে অন্যান্য সেক্টরের মত দুগ্ধ শিল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেক খামারিকে কঠিন পরিশ্রম করতে হবে। যেকোন প্রয়োজনে প্রাণী সম্পদ দপ্তর পাশে থাকবে।