৭ জুন মঙ্গলবার বিরল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ঝানজিরা কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই-মুভ্স প্রকল্পের আওতায় শিশু অধিকার বিষয়ক ডায়ালক অনুষ্ঠিত হয়। বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাসরিন জাহান ও গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়াই-মুভ্স প্রকল্পের প্রকল্প অফিসার মোঃ সাইফুল আলম। উপস্থিত ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ট ফোর্স (এনসিটিএফ) এর সদস্য জতিন্ময় রায় ও জয়া হেম্ব্রম এর সঞ্চালনায় শিশু শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এনসিটিএফ সভাপতি লিমি মার্ডি, শিশু সাংবাদিক বিষ্টু মেহরম, চাইল্ড পার্লামেন্ট সদস্য শানরা টুডু, সদস্য স্বপন হেমরম ও পূর্ণিমা রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য মিলন চন্দ্র রায়, অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার আকলিমা বানু। বক্তারা বলেন, শিশু বান্ধব সমাজ গড়ে তুলতে চাই ব্যাপক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন। মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে এবং একযোগে কাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দুর করে সমতার বিশ্ব গড়তে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মোবাইল ফোনে শিশুদের আসক্ত না হয়ে লাইব্রেরী মুখী করতে হবে আমাদের সন্তানদের। শিশুদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে স্কুল কক্ষ থেকেই শিক্ষা দিতে হবে।