জামালপুরের ইসলামপুর প্রচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জয় চান্দ জগত সুন্দরী ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল এন্ড কলেজ সরকারি করণ হওয়ায় আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭জুন)স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিল শেষে প্রতিষ্ঠান মাঠে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো.খলিলুর রহমান। প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি আঃ লতিফ সরকার, সিনিয়র শিক্ষক শামছুল আলম, মুক্তি রানী পাল, নাজমূন নাহার, কামরুন নাহার, ছামিউল আলম, আঃ রহিম সহ শিক্ষকরা আলাহ রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এমপিও ভূক্ত শতবর্ষী নারী প্রতিষ্ঠানটি সরকারী ঘোষণা হওয়ায় এলাকার নারী শিক্ষার্থীদের স্বল্প খরচে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হওয়ায় সুধীমহল প্রধানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।