মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই: কাদের কীটনাশক ও হরমোন ছাড়াই কৃষক পর্যায়ে টমেটো উৎপাদনে হাবিপ্রবি’র সাফল্য স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, ৩ দিন অবজারভেশনে থাকবে সুন্দরবন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু পাসপোর্ট অফিসে প্রতারণা: পুলিশের এসবি পরিচয়ে টাকা আদায় দেশে বেকার বেড়েছে ১ লাখ ২০ হাজার ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা : টিআইবি

বেহাল সড়ক, প্রায়ই উল্টে যাচ্ছে পরিবহন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম সড়কের একটি মলয়বাজার বাসস্ট্যান্ড-পিতাম্বর্দী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক ভূঁইয়া সড়ক। সড়কটি দিয়ে দিনে হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মলয়বাজার বাসস্ট্যান্ড থেকে পিতাম্বর্দী পর্যন্ত সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, ওই সড়কের মলয়বাজার, বরকোটা, ডেকরিখোলা, উত্তর চিনামুড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কে অসংখ্য বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়। বরকোটার বাসিন্দা আলাউদ্দিন আহমেদ বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের কষ্টের শেষ নেই। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী অটো রিক্সার ড্রাইভার মো,অলমগীর,জাহাঙ্গীর, সুরুজ মিয়া ও জয়নাল আবেদিন জানান,রাস্তার বেহাল অবস্তায় থাকার কারণে এই সড়ক দিয়ে পথচারী চলাচল করেন না। এতে করে আমাদের সারাদিনেও ১০০ টাকা রোজগার করতে অনেক হিমসিম খেতে হয়। প্রধানমন্ত্রীর কাছে এই রাস্তাটি মেরামতের জন্যে দাবী যানাচ্ছি। বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূইয়া জানাজ,গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহার থাকায় প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এবং প্রায় লক্ষাধিক মানুষের চলাচলে ভোভান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় সুবিদ আলী ভুইয়ার কাছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি। বরকোটা স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ছাত্র নাঈম,ইমন,রাব্বি,ইকরাম বলেন,সড়কটি ভাঙ্গা থাকায় আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করার জন্য দাবি জানাচ্ছি মলয়বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল খায়ের বলেন, এই রাস্তার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য করতে খুবই কষ্ট হচ্ছে। পণ্য আনা-নেয়া করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সরকারের কাছে আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.জসিম উদ্দিন জানান,বেহাল এই রাস্তায় কারণে প্রতিষ্ঠানে আগত শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। আমরা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) দাউদকান্দি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব রহমান জানান, সড়কটির বেহাল দশার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। বিল পাস হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com