চলছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করলেও কিছুটা বিরূপ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাশেদুল ইসলাম। হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী বলেছেন, ইভিএম মানে হলো, ইলেকট্রনিক বাটপারি মেশিন। আমরা সবসময়ই ইভিএমের প্রতি অনাস্থা জানিয়েছি, আপত্তি তুলেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। গতকাল বুধবার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তারপাইয়া স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। ভোটকেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না জানিয়ে তিনি আরও বলেন, ভোটের আগেরদিন রাতে আমার নির্ধারিত এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলা হয়েছে তারা যেনো কেন্দ্রে না আসে। এ কারণে আমার এজেন্টরা ভয়ে কেন্দ্রে আসেনি।
তবে ১০৫ কেন্দ্রের মধ্যে মাত্র ৪৩টি কেন্দ্রে এজেন্ট দেয়া সম্ভব হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আমি এজেন্ট দিতে পারিনি। মাওলানা রাশেদুল বলেন, ২২ নম্বর ওয়ার্ডের দৈয়ারা স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আমার আঙুলের ছাপ মিলেনি। পরে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে সক্ষম হই। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুবারের মেয়র) ও মোহাম্মদ নিজাম উদ্দিন।
এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ প্রার্থী আছেন ভোটের মাঠে। নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দুজন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন দুই লাখ ২৯ হাজার ৯২০জন। তাদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার ও পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।