মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

কোন রাস্তায় কত খরচ জানা যাবে গুগল ম্যাপে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

গুগল ম্যাপ ব্যবহার করেন না অথচ স্মার্টফোন আছে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গুগল ম্যাপ সবার জীবনকেই সহজ করেছে। এখন অপরিচিত কোনো স্থানে যাওয়া কঠিন কিছু না। সঙ্গে একটি স্মার্টফোন থাকলেই হলো। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। সম্প্রতি আরও একটি নতুন ফিচার হাজির হয়েছে এই অ্যাপে। নতুন ফিচারে এবার থেকে যে কোন রাস্তায় টোল বাবদ কত খরচ হবে তা জানিয়ে দেবে গুগল ম্যাপস।
গুগল ম্যাপসের পক্ষ থেকে এক কমিউনিটি পোস্টে বলা হয়েছে, টোল রাস্তা ও বিনামূল্যে রাস্তা বেছে নেওয়ার সুবিধা করে দিতে প্রথমবারের জন্য গুগল ম্যাপসের ভেতরে টোলের খরচ দেখিয়ে দেওয়া হবে। বাড়িতে বসেই অ্যাপের মধ্যে টোলের খরচ দেখে নেওয়া যাবে। স্থানীয় টোল অথরিটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খরচ হিসাব করা হবে। এভাবে পথে সম্ভাব্য টোলের খরচ জানিয়ে দেবে গুগল ম্যাপস। এই টোল হিসাব করে আপনি জানতে পারবেন কোন রাস্তায় গেলে আপনার খরচ কত হবে। এরপর পছন্দের রাস্তা দিয়েই চলে যান গন্তব্যে। আবার আপনি চাইলে টোল প্লাজা থেকে দূরত্ব বজায় রেখে বিনামূল্যের রাস্তা ব্যবহার করেও যাতায়াত করতে পারবেন। ব্যবহারকারীর জন্য সেই অপশনও দিয়ে রেখেছে গুগল ম্যাপস। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় গ্রাহকরা গুগল ম্যাপস থেকে নেভিগেশন শুরুর আগেই টোলের খরচ দেখে নিতে পারবেন। যদিও এখনো সব রুটে এই ফিচার শুরু করেনি জনপ্রিয় নেভিগেশন সার্ভিসটি। তবে খুব শিগগির বিশ্বের সব দেশের সব রাস্তার টোলের খবরাখবর জানাতে গুগল ম্যাপস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com