সচারাচর দেখা যায় না এমন একটি দৃশ্য এবার দেখা গেছে কানাডায়। দেশটির পুলিশ একটি স্কুল প্রতিযোগিতায় বিজয়ী একজন মুসলিম ছাত্রীকে সম্মানিত করেছে। ইউমনা মোহাম্মদ নাসের নামে ১১ বছরের এক স্কুলছাত্রী প্রথম স্থান অধিকারের পর তাকে সম্মান জানাতে তার বাড়িতে যায় দেশটির পুলিশ। কানাডার পুলিশ প্রথম স্থান জয়ের পর তাকে সম্মান জানাতে তার বাসায় গিয়ে দেখা করে। হ্যামিল্টন পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা থেকে তাকে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।
প্রশংসাপত্রে বলা হয়েছে যে হ্যামিলটন ইসলামিক স্কুলে ২০২১ সালে দেয়ালে লেখার বিরুদ্ধে এক অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন ইউমনা মোহাম্মদ নাসের। তার সাথে দেখা করতে যাওয়ার সময় পুলিশ তার আঁকা চিত্রটি সাথে নিয়ে যায় এবং বলে ‘এটি তোমার অঙ্কন করা চিত্র, তুমি এটা তোমার কাছে রাখতে পারো।’ ইউমনা মোহাম্মদ নাসের পুলিশের পক্ষ থেকে প্রশংসা সনদ পাওয়ার পর বলেছে, এটি জন্য অনেক সৌভাগ্যের এবং তিনি আশা করেননি যে তার আঁকা চিত্র এমন গ্রহযোগ্যতা পাবে। সূত্র : আল জাজিরা