শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ধার করল সেনাবাহিনী

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২
দোয়ারাবাজার এলাকা থেকে ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করছে সেনাবাহিনী- ছবি আইএসপিআর 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার দুপুরে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী-জনসংযোগ-পরিদপ্তর (আইএসপিআর) সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে যাওয়া নৌযান বিকল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ আটকে পড়া শতাধিক শিক্ষার্থী তাঁদের উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার দুপুরে কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোট নামের একটি নৌযানে করে সুনামগঞ্জ সদর থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয় ওই শিক্ষার্থীদের। রাত সাড়ে ৮টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে দোয়ারাবাজার এলাকায় নৌযানটি অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের কাছে উদ্ধারের আরজি জানান। রবিবার সকালে সেনাবাহিনীর একটি দল তাঁদের উদ্ধার করে সিলেটে নিয়ে আসে। একইসঙ্গে সেখানে আটকেপড়া স্থানীয়দেরও উদ্ধার করে সেনাবাহিনীর দলটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com