বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ফায়ার ফাইটারদের ছুটি দেওয়ার ক্ষেত্রে উদার হওয়ার নির্দেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

ফায়ার ফাইটারদের ছুটি দেওয়ার ক্ষেত্রে উদার হওয়ার নির্দেশ দিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। গতকাল সোমবার (২০ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে সঙ্গে অগ্নিনিরাপত্তায় যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সবাইকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সও একটি আধুনিক ও উন্নত বাহিনীতে পরিণত হবে।

পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে অগ্নিনিরাপত্তা বিষয়ে যে বর্ধিত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলার লক্ষ্যে সঠিকভাবে দায়িত্ব পালনের ওপর গুরত্বারোপ করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সবাইকে আন্তরিক থাকতে হবে। দায়িত্ব পালনের ব্যত্যয় হলে তা মেনে নেওয়া হবে না। আমি সবার ওয়েলফেয়ার যেমন দেখার চেষ্টা করবো, একই সঙ্গে নিজ দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে জবাবদিহির আওতায় আনতেও দ্বিধা করবো না।’ সবার সম্মিলিত চেষ্টায় এ বাহিনীর সুনাম উত্তরোত্তর বাড়বে। এ সময় অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে প্রাপ্যতা অনুযায়ী সবাইকে সুবিধা ও ছুটি দেওয়ার ক্ষেত্রে উদার হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আইনানুযায়ী আপনাদের প্রত্যাশিত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে লিখে জানাতে পারবেন। যদি মনে হয়, কোনো কারণে আপনার আবেদন আমার কাছে পৌঁছায় না তাহলে আমার ফোনে সরাসরি এসএমএস করে বা ফোন করে জানাতে পারবেন। এ সুযোগ বাহিনীর সব সদস্যের জন্য উন্মুক্ত।
আইনানুযায়ী ফায়ার ফাইটারদের প্রত্যাশাপূরণের সক্রিয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং ঢাকার বিভিন্ন জোনের উপ সহকারী পরিচালকরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com