শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

বড়লেখায় তিন প্রবাসীর অর্থায়নে বন্যার্ত ৪০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

ফয়সাল মাহমুদ বড়লেখা (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্যা কবলিত অসহায় চারশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার গজবাগ গ্রামের কৃতি সন্তান, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট নিলমনি সিং, দক্ষিণ হরিপুর গ্রামের কৃতি সন্তান, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সুফিয়ান আহমদ ও কলাজুরা এলাকার কৃতি সন্তান কাতার প্রবাসী আব্দুল লতিফের অর্থায়নে এবং গজবাগ গ্রামের কৃতি সন্তান, আওয়ামী লীগ নেতা সমাজসেবক নজরুল ইসলাম ডেলের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল দুপুর ১২টা হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শেখপারা, রাঙ্গাউটি, সফরপুর, কামিলপুর এলাকায় বন্যায় কবলিত পবিরারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বড়লেখা এলাকার সামাজিক সংগঠন গ্রেটার বড়লেখা এসোসিয়েশন এবং প্রবাসীরা সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল আল নাহিদ, মুরাদ আজির সহ আরো অনেক। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন, ফয়জুর রহমান ফয়জু, দক্ষিণভাগ বাজারের ব্যবসায়ী নাজমা বস্থালয়ের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, ছয়ফুল ইসলাম প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com