মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে রয়েছেন প্রায় দুই লক্ষাধিক মানুষ। পানিবন্দী এসব মানুষের দিন কাটছে সীমাহীন কষ্টে, অনেকেই ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে বেশিরভাগ মানুষ নিজেদের ঘরে হাটু-কোমর সমান পানি থাকা সত্ত্বেও ভিটে-মাটিতেই কষ্টে দিন অতিবাহিত করছেন। পানিতে রাস্তা-ঘাট তলিয়ে গেছে। হাট-বাজারেও যেতে পারছেন না। এজন্য খাদ্যকষ্টে মানুষের ভোগান্তির শেষ নেই। বন্যার শুরু থেকেই গাংকুল কোভিড ফ্রি অক্সিজেন সার্ভিস সেবা টিমের চেয়ারম্যান বিশিষ্টজন কাতার প্রবাসী আব্দুল কাইয়ূমের শতভাগ আর্থিক সহযোগিতায় এবং গাংকুল কোভিড ফ্রি অক্সিজেন সার্ভিস সেবা টিমের ব্যবস্থাপনায় গত পরশু ও গতকাল বড়লেখা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। টিম লিডার ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন ও টিম সদস্য রতুলীবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সাইদুলের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় টিমের চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বিতরণকার্যে সহযোগিতা করেন ইউপি সদস্য আমিনুল ইসলাম, রতুলীবাজার বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক আছাদ উদ্দিন, টিম সদস্য মাহবুবুর রহমান মুন্না, হাফেজ খালেদ আহমদ, আব্দুল মনাফ, সিরাজুল ইসলাম সিরুল, জাহাঙ্গীর আলম, নাহিদুর রহমান নাহিদ, রেদোয়ান আহমদ রুমেল, আকিল আহমদ, ফাহাদ আহমদ প্রমূখ। প্রত্যক্ষদর্শী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, বন্যার পানিতে পানিবন্দী হয়ে অনেকের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেকে পানির কারণে বাড়ি থেকে বের হয়ে খাদ্যসামগ্রি কিনতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় গাংকুল কোভিড ১৯ ফ্রি অক্সিজেন সার্ভিস টিমের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম টিমের সকল নেতৃবৃন্দদের সাথে করে দুর্গত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রি দিয়ে সহায়তা করছেন। কোথাও নৌকায় করে, কোথাও গাড়ি নিয়ে, কোথাও পানি মাড়িয়ে নিজে কোমর সমান পানিতে নেমে ত্রাণের বস্তা কাঁধে করে নিয়ে পানিবন্দী মানুষের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। এছাড়াও রাতে আবার নিজের কর্মীদের সাথে নিয়ে খাদ্যসামগ্রি প্যাকেটিংয়ের কাজ করেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গাংকুল কোভিড ফ্রি অক্সিজেন সার্ভিস টিমের পক্ষ থেকে সহায়তা চলমান থাকবে বলেও জানিয়েছেন অক্সিজেন সার্ভিস সেবা টিমের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। তিনি বলেন, বন্যায় পানিবন্দী হয়ে মানুষেরা সীমাহীন দুর্ভোগে রয়েছেন। তারা ঘরের ভেতরে-বাহিরে পানি থাকা সত্ত্বেও নিজেদের ভিটেমাটিতে জীবনের ঝুঁকি নিয়ে পড়ে রয়েছেন। আবার অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের এ দুঃসময়ে নিজের সাধ্যমত পাশে থাকার চেষ্টা করেছে আমাদের এই টিম।