জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদার ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী হিসেবে দৈনিক ইত্তেফার প্রতিনিধি ধ্রুব সরকার এর মেয়ে পূর্ণতা সরকার কে সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে এ সম্মাননা প্রদান করে দুর্গাপর প্রেসক্লাব। প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিল্পী, কবি ও অভিভাবকদের উপস্থিতিতে সম্মাননা প্রদান পুর্ব আলোচনায় প্রেসক্লাব সহ:সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেহেরউল্লাহ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাবেক অধ্যক্ষ, মোঃ আঃ আজিজ, কবি লোকান্ত শাওন, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ধ্রুব সরকার, ডাঃ মোঃ কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ, সুমন রায়, নাজমুল হুদা সারোয়ার, আল নোমান শান্ত, শ্রেষ্ঠ শিক্ষার্থী পূর্ণতা সরকার, শিক্ষিকা দীপা রায়, মল্লিকা রায় প্রমুখ। উল্লেখ্য : জেলার ৬০টি সরকারী/বেসরকারী কলেজ থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিকজ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগীতার প্রবনতা, চারিত্রিত দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষনা মুলক সৃজনশীল প্রকাশনা এবং শিক্ষার্থীর ক্ষেত্রে বিগত পাবলিক পরীক্ষার ফলাফল, উপস্থিতির শতকরা হার, সঙ্গীত, ক্রীড়া, ছঁবি আকা, লেখালেখি দক্ষতা, স্কাউট/গার্লস গাইড কার্যক্রমে সম্পৃক্ততা, নেতৃত্বদানের ক্ষমতা, সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন, আইসিটিবিষয়ে দক্ষতা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদারকে শ্রেষ্ঠ কলেজ প্রধান ও পূর্ণতা সরকারকে প্রথমে দুর্গাপুর উপজেলা এবং পরবর্তিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়।