উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের জরিপ-১ ২০২২-২০২৩ মৌসুমি আউশ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা সহয়তা কার্যক্রমের আওতায় বীনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩ জুলাই রবিবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ৫৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ও মাহমুদা আক্তার স্মৃতি, রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, নজরুল ইসলাম চেয়ারম্যান শৌলমারী ইউপি, সুজাউল ইসলাম সুজা সভাপতি রৌমারী প্রেসক্লাব, উপজেলা কৃষিসম্প্রসার অফিসার শাহাদৎ হোসেনসহ প্রান্তিক থেকে আসা কৃষকবৃন্দ।