স্বপ্নের পদ্মা সেতু জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। এই সেতু বাস্তবায়ন বাংলাদশের জন্য বিশ্ব জয়ের মত। পদ্মা সেতুকে নিয়ে নানা কটূক্তি ও অপপ্রচার ও ষড়যন্ত্র করেছেন তাদের মুখে চুনকালি দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। যা বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন। পদ্মা সেতুর বাস্তবায়নে দেশের দক্ষিণাঞ্চল শিল্পক্ষেত্রে এগিয়ে যাবে। মনোহরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন হওয়ায় গত শনিবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে এক আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এসব কথা বলেন। সভা শেষে শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাসস্ট্যান্ড হতে এক আনন্দ শুভযাত্রা ও র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সভায় উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. মু. ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জি: এমএস ইকবাল আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি প্রমুখ। এছাড়াও র?্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।