বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতা ও মানবতার কল্যাণের ধর্ম। ইসলামের আদর্শই হচ্ছে একে অপরের সহযোগিতা করা, দুঃসময়ে একজন আরেক জনের পাশে দাঁড়ানো। ইসলামের এই সু-মহান শিক্ষার চেতনার আলোকে উজ্জীবিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে সাধ্য মতো সাহায্যের হাত প্রসারিত করে ইসলামী নেতৃবৃন্দ ও আলেম সমাজ যে অবদান রেখে চলছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ গত মঙ্গলবার নেত্রকোনা জেলার ভয়াবহ বন্যা কবলিত কলমাকান্দা, আটপাড়া, মদন উপজেলায় এবং বুধবার দুপুরে বারহাট্টা উপজেলার চন্দ্রপুর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সহায়তা প্রদানকালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, কেন্দ্রীয় সমন্বয়কারী আলহাজ্ব মৌলভী আবদুর রকিব, বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী আবদুর রহিম, মুফ্তি জয়নাল আবেদিন, মাওলানা আব্দুল হালিম, মুফতি আনোয়ার হোসাইন, মুফ্তি নজরুল ইসলাম, মাওলানা মোস্তফা, মাওলানা নুরুদ্দিন, হাফেজ আবুল হোসাইন, হাফেজ শামিম, হাফেজ রবিন মুন্না, মুহাম্মদ সাখাওয়াত, হাফেজ ইকবাল হাসান আজাদ ও মাওলানা আশরাফুল ইসলাম বেলাল প্রমূখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ঢেউটিন, নগদ ১ হাজার টাকা, শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, আলু, সয়াবিন তেল, বিস্কিট, মিনারেল ওয়াটার, শিশু খাদ্য, ওরস্যালাইন ও প্রয়োজনীয় ঔষধপত্র।