পিরোজপুরের কৃতি সন্তান সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব উত্তম স্বর্লোক দাস এর পুত্র সাগ্নিক স্বর্লোক ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল ইংলিশ সার্টিফিকেট পরীক্ষায় বিশ্বে হাইস্কোরিং রেকর্ড অর্জন করেন,এবং কৃতিত্ত্বের উৎকর্ষে সাগ্নিক স্বর্লোক বাংলাদেশের ভাবমূর্তি দারুনভাবে উজ্জ্বল করেছে। গত ৪ জুন শাহবাগে বাংলাদেশ যাদুঘরের, ৩য় তলার শেখ ফজিলাতুন্নেছা অডিটোরিয়ামে এক বর্নাঢ্য আনুষ্ঠানিকতায় বৃটিশ হাইকমিশনার ঐ ঊ.জড়নবৎঃ পযধঃঃবৎঃড়হ উরপশংড়হ [রবার্ট চ্যাটরটন ডিকসন] এবং ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল ইংলিশ সার্টিফিকেট পরীক্ষার হেড অফ এক্সাম গৎ.ঔরস ড় হবরষষ.[জিম ও’ নেইল] এর কাছ থেকে সাগ্নিক স্বর্লোক এ্যায়ার্ড গ্রহন করেন। বিশেষ কৃতিত্ত্ব অর্জনকারী সাগ্নিক স্বর্লোক কে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি বিশেষ এডুকেশনাল শর্ট কোর্স এ পড়ার সুযোগ দিয়ে আমন্ত্রণ জানালে, এতে গত ৬ জুলাই সাগ্নিক স্বর্লোক ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির উদ্দেশ্য লন্ডন যায়, সেখানে গিয়ে ও এডুকেশনাল কোর্সের বিভিন্ন পরীক্ষায় বিশ্বের বহু শিক্ষার্থীকে পিছনে ফেলে স্টুডেন্ট অব দা উইক হওয়ার গৌরব অর্জন করে। ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি অব লন্ডন এর বিশেষ এই এডুকেশনাল প্রোগ্রামে কৃতিত্ত্বের উৎকর্ষে সাগ্নিক স্বর্লোক বাংলাদেশের ভাবমূর্তি দারুনভাবে উজ্জ্বল করেছে। সেখানকার বহু শিক্ষক, গবেষক, আন্তর্জাতিক শিক্ষা-সাংস্কৃতিক ব্যক্তিদের কাছে বাংলাদেশ ও সাগ্নিক দারুনভাবে প্রশংসিত ও সম্মানিত হন। তার বাবা উত্তম স্বর্লোক দাস জানান, সাগ্নিক লেখাপড়ার পাশাপাশি সে গান গেয়ে অডিটোরিয়াম ভর্তি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহু শিক্ষার্থীর মন জয় করেছে, বহুশিক্ষার্থী সাগ্নিকের ফ্যান হয়ে গেছে।