সুনামগঞ্জের জগন্নাথপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে (গৃহ নির্মাণ)- এর কাজ শনিবার (১৬ জুলাই) সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের নেতৃত্বে ঢাকা কাফরুল থানা ইমাম ও উলামা পরিষদের পৃষ্টপোষকতায় জগন্নাথপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০টি পরিবারের মধ্যে দেড় বান করে টিন বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে টিন বিতরণকালে জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশীদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শেখ সামসুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাফরুল থানা ইমাম ও উলামা পরিযদের দায়িত্বশীল মাওলানা মিজানুর রাহমান, মাওলানা মিনহাজুল আরেফিন, মাওলানা আবু বকর মোহাম্মদ লুৎফুর রহমান। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম জানান, “জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ও আমার মতো কর্মীরা এই বন্যার শুরু থেকে উপজেলা বাসীর খেদমতে লিপ্ত। এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।” উল্লেখ্য যে ২০২০ এর করোনা মহামারীর প্রথম এবং দ্বিতীয় লক ডাউন, ২০২০ সালের বন্যা এবং বর্তমান প্রলয়ংকারী বন্যায় সৈয়দ তালহা আলম প্রায় ১৫০০০-এর অধিক পরিবারকে সহায়তা করেছেন।