শনিবার, ১১ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন

শেরপুরে প্রচন্ড গরমে বেড়েছে সর্দি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

গত কয়েকদিন থেকে ভ্যপসা গরম ও প্রচন্ড তাপদাহে শেরপুরে বেড়েছে সর্দি ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে সর্দি ও জ্বরে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৫ জন রোগী। এদিকে অন্যানো রোগীর সাথে হঠাৎ করে সর্দি ও জ্বরে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃৃপক্ষ। সরজমিনে শেরপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগীই বেড না পেয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে আছে। এতে করে ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনেরা। শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের আকাশ মাহমুদ বলেন, প্রচন্ড গরমে হঠাৎ করে আমার ছোট বোন অসুস্থ হয়ে পরে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে সে জ্বর আক্রান্ত হয়। এখন তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বাড়ি চলে যাব। চিকিৎসা নিতে আসা শ্রীবরদি উপজেলা শরাফত মিয়া জানান, আমার শাশুড়ি বয়োবৃদ্ধ মানুষ। এছাড়াও তিনি হাই প্রেসারের রোগী। প্রচন্ড গরম ও তাপদাহে তিনি অসুস্থ হয়ে পরলে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করাই। উনার চিকিৎসা চলছে, ডাক্তার বলেছেন আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। এ ব্যাপারে শেরপুর সদর হাসপাতালের সহকারি পরিচালক জসিম উদ্দিন বলেন, হাসপাতালে পর্যাপ্ত ঔষধ রয়েছে। আমি সকল চিকিৎসক ও নার্সদের বলে দিয়েছি রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করার জন্য। অতিরিক্ত গরমের কারণে রোগির সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com