বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
পাঁচবিবিতে পাট ও পাট বীজচাষিদের প্রশিক্ষণ সহায়তা কেন্দ্র (আসা নাক) জামালপুরের সাধারণ সম্পাদক কাউছারের বিরুদ্ধে একযোগে অনাস্থা ফুলপুরে রাস্তার কাজে গাফেলতি জনদুর্ভোগ চরমে মুন্সীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যাকান্ডের প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল দাবিতে অভিভাবকদের বিক্ষোভ কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা জলঢাকায় পাট চাষি প্রশিক্ষন শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর প্রকল্প সমাপনী ও প্রকাশনা কুড়িগ্রামে স্কুল পর্যায়ে বিতর্ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা পঞ্চগড়ের দেবীগঞ্জে সফল পোনা চাষী শিক্ষক চিনু মাস্টার

মানবাধিকার থেকে বঞ্চিত এবং পি.বি.আই কর্তৃক মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মোঃ হারুন (সেনবাগ) নোয়াখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

রাষ্ট্রীয় মানবাধিকার থেকে বঞ্চিতের কারণে এবং পি.বি.আই কর্তৃক মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বেগমগঞ্জের রসুলপুর ইউপির ২নং ওয়ার্ডের ভুক্তভোগী মোঃ মাছরুর হোসেন মোহন সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন—তার চাচা আইনজীবী মোঃ মঈন উদ্দিন খসরু সম্পত্তি বিরোধের জেরে আইনী ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জড়িয়ে তাদের বাড়ির ৯টি পরিবারকে জিম্মি করে রেখেছেন এবং বিভিন্ন ভাবে হয়নি করে আসতেছেন।এই বিষয়ে তারা আইনি সহযোগিতা পেতে আদালতে একটি মামলা করলে আদালত বেগমগঞ্জ থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়। বেগমগঞ্জ থানা স্বরেজমিনে তদন্ত করে সত্য ও সঠিক প্রতিবেদন আদালতে প্রেরন করে। পরে এডভোকেট খসরু আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলা পিবি আইতে স্থানান্তর করেন। সংবাদ সম্মেলনে জনাব খসরু অভিযোগ করে বলেন-পিবি আই’র এস আই আবু বকর ছিদ্দিক সত্য ঘটনাকে আড়াল করে আদালতে মিথ্যা প্রতিবেদন পাঠান। এদিকে এডভোকেট খসরু আইনজীবী সমিতির দায়িত্বে থাকায় আইনী ক্ষমতার আপব্যাবহার করে নোয়াখালী আইনজীবী সমিতির কোন আইনজীবীকে তাদের পক্ষে দাঁড়াতে দিচ্ছেন না। এমতাবস্থায় কোন উপায় খুঁজে না পেয়ে তারা মানবাধিকার কাউন্সিলে সহযোগিতা চান, সেখানেও তারা বঞ্চিত হন। অবশেষে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের অয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মোঃ মাছরুর হোসেন মোহন। তিনি তার বক্তব্যে আরো বলেন-এডভোকেট খসরু সন্ত্রাসী ভাড়া করে বাড়ির সকলের জয়গার মধ্যখান দিয়ে জোরপূর্বক পয়োনিস্কাসন ড্রেন তৈরি করে পুকুরে সংযোগ দেয়, এখন তার বিল্ডিং এর ব্যাবহারিত ময়লা এই ড্রেনেজে দিয়ে পুকুরে পড়ার কারনে পুকুরের পানিতে রোগ জীবানু ছড়িয়ে পড়েছে। তিনি এই ব্যাপারে উর্ধতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন। তিনি জানান উক্ত বিষয়ে কয়েক দফা শালিস দরবারও হয়েছে। ঘটনাটি বেগমগঞ্জ উপজেলার রসুলপুর আব্বাস আলী মোক্তার (বড় বাড়ি) বাড়িরল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com