মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন সফল হবে না: ডা. শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার আমাদের সকলের সরকার হতে ব্যর্থ হয়েছে। বিলাসবহুল জীবন যাপন ও আল্লাহকে ভুলে যাওয়াই আজকের বির্পযয়ের কারণ। জনগণের বিপদে আমাদের পাশে থাকতে হবে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের পাশে না থাকলে ক্ষমতার হক আদায় হয় না। সকল বিপর্যয়ে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। রাতের ভোটের সরকারকে এবার জনগণ গুডনাইট বলার জন্য শক্ত অবস্থান গ্রহণ করেছে। জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন আর সফল হবে না।’
গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর-মেরামত ও সংস্কারে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘এই দুঃসময়ে আপনাদের কাছে আসতে পেরে আমার ভালো লাগছে। আমরা আপনাদের ভাই হিসেবে যা হাতে নিয়ে এসেছি তা প্রশান্ত চিত্তে গ্রহণ করুন। আল্লাহ আমাদের সহ?যো?গিতার হাত আরো প্রশস্ত করে দিন। সুনামগঞ্জে হাওড়ে যখন লাশ ভাসে সরকার তখন কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনে ব্যস্ত থাকে, যা খুবই দুঃখজনক।’
তিনি বলেন, আমাদের কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দেয়ার পর নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ বলতেন। আমরা তো নবীওয়ালা কাজ করি। সুতরাং আমাদের নির্ভয়ে কাজ করে যেতে হবে।
যে সংগঠনের আমির ফাঁসির মঞ্চে হাসতে পারে। ফাঁসির রশিকে চুমু দিয়ে গলায় পড়তে পারে, সে সংগঠনের নেতা-কর্মীরা আল্লাহ ছাড়া কোনো শক্তিকে পরওয়া করে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার বিপদে আমরা পাশে থাকতে চাই।
তিনি জানান, ‘আমরা এমন এক সরকার চাই, যারা সারাদিন দ্বীনের কাজ, জনগণের কাজ করবে এবং রাতে আল্লাহর ইবাদত করবে। আমরা এমনই একটি সোনার বাংলাদেশ গড়তে চাই।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘পানির অপর নাম জীবন। আবার এই পানিই আজ অতিরিক্ত হয়ে সবার বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা আজ জনগণের বিপদে পাশে নেই। অথচ আমরা জেল জুলুম নির্যাতন মাথায় নিয়েও আপনাদের পাশে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
গাইবান্ধা জেলা আমির মো: আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের ম?ধ্যে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মিলিত টিম সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহীম সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুস সালেক, জেলা মানবসম্পদ সম্পাদক সাইফুল ইসলাম ম-ল, জেলা শূরা সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা পশ্চিম সেক্রেটারি আব্দুস সাত্তার ও পূর্ব উপজেলা আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, পশ্চিম উপজেলা সহকারী সেক্রেটারি মো. হাশেমুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com