স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে পরিবহন শ্রমিক নেতা, বিাহিত, অছাত্রদের ও বয়স বহির্ভূত (কাকা)দের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি করার বিরুদ্ধে এবং সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগের বিক্ষুদ্ব এক অংশ। সোমবার (২৫) জুলাই বেলা সাড়ে ১২টায় নগরীর বন্দারোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ম জাতীর পিতার মুর্যালের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সরকারের পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর (৫) আসনের সংসদস্য (কর্ণেল অবঃ) জাহিদ ফারক শামীম সমর্থিত) বরিশাল মহানগর ছাত্রলীগের পদ বঞ্চিত এক অংশ। দীর্ঘ ১২ বছর বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি না থাকায় বিভিন্ন ছাত্রলীগের সদস্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন রেজানুর রহমান লিয়ন, কালা জুবায়ের, বেল্লাল, জিতু, রাব্বি, তৌহিদ, জয়নাল, এমরান হাওলাদার, রুবেল, আরিফ, লিয়াকত, মেহেদি মিরাজ, ফাহাদ, ইব্রাহিম, প্রিন্স সরদার, আলিম ও মেহেদি হাসান প্রমুখ। এর পর্বে সকাল ১১ টায় নগরীর বিভিন্ন এলাকার ওয়ার্ড থেকে পদ বঞ্চিত ছাত্রলীগের সদস্যরা বরিশাল মহানগর নবঘোষিত ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতৃত্ব পাওয়া বিবাহিত ছাত্রলীগের নেতা ও তার স্ত্রী সহ সন্তানদের সংবলিত পোষ্টার প্লেকার্ড নিয়ে শহঅদ সোহেল চত্বর জেলা ও মহানগর বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর সদররোড, কাকলীমোড়, সার্কিট হাউজ সড়ক, রাজাবাহাদুর সড়ক বয়ে বঙ্গবন্ধু উদ্যান জাতির জনক বঙ্গবন্ধু মুর্যালের সামনে গিয়ে শেষ করেন। বরিশাল মহানগর ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটি আহবায়ক রইজ আহমেদ মান্না সহ আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হওয়ার কারনে তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য এওকাধিকবার মানার মুঠো ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেন। উল্লেখ্য দীর্ঘ ১২ বসর পর গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য মোঃ রইজ আহমেদ মান্নাকে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক ও মোঃ মাইনুল ইসলাম, আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক সহ ৩৩ সদস্য বিশিষ্ট ৩ মাসের জন্য বিসিসি মেয়র সমর্থিতদের নিয়ে আহবায়ক কমিটির সদস্যদের নাম দিয়ে ঘোষনা করা হলেও এখানে পাণি সম্পদ প্রতিমন্ত্রীর সমর্থিতরা কমিটিতে স্থান দেওয়া হয়নি।