রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে শারীরিক প্রতিবন্ধী ও অস্বচ্ছল নারীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন উপহার দিয়েছে বেসরকারী উন্নয়ন ফাউন্ডেশন বন্ধন মানবিক কল্যাণ সংস্থা। ২৩ জুলাই শনিবার সকালে ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুর রহমান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ¦ মোহাম্মদ আবুল কাশেম অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঢাকা শহর সমাজসেবা কার্যলয় ০৬ এর সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রতিবন্ধী ও অস্বচ্ছলদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ায় বন্ধন মানবিক কল্যাণ সংস্থাকে সাধুবাদ এবং ভবিষ্যতে ও সমাজকল্যাণ মূলক কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে বাছাইকৃত ১৫ জন শারীরিক প্রতিবন্ধীর কাছে ১৫টি হুইল চেয়ার ও ১৫ জন অস্বচ্ছল নারীকে ১৫টি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলের সচিব মাহবুব আল আলম।