দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইজারা নেয়া সরকারি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলা মন্মথপুর ইউনিয়নের দেউল মৌজাধীন খাস খতিয়ানের ২৪৯৯ দাগের প্রায় চার একর পরিমানের পুকুরটি উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ইজারা দেয়া হলে তা সর্বোচ্চ মূল্যে খোড়াখাই জেলেপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ তিন বছর (১৪২৯-১৪৩১ বঙ্গাব্দ) মেয়াদে ইজারা গ্রহন করে। অতঃপর সেখানে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করে। গত শনিবার (২৩ জুলাই) পূর্ব শত্রুতার জের ধরে দেউল শাহাপাড়ার মৃত দলিজ উদ্দিন শাহের পুত্র রহমত আলী ও আঃ সাত্তারের পুত্র তৈমুর রহমানের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত পুকুরে এসে কীটনাশক জাতীয় ট্যাবলেট ও দ্রব্য ছিটাইয়া দেয়। ফলে পুকুরের বিভিন্ন জাতের প্রায় ৫০ মনের মত মাছ মারা যায়। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়। এ সময় খোড়াখাই জেলেপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি তারা কান্ত চন্দ্র দাস পুকুরপাড়ে গিয়ে তাদের বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দাখিল করেন।