সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

জগন্নাথপুরের সড়ক ছোট-বড় গর্তে বেহাল দুর্ভোগের যেনো শেষ নেই

ইয়াকুব মিয়া জগন্নাথপুর (সুনামগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২

সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে শতাব্দীর ভয়াবহ বন্যার পর উপজেলার বিভিন্ন সড়কে ছোট-বড় গর্তে বেহাল দশায় দুর্ভোগের যেনো শেষ নেই। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও পথচারীদের। জগন্নাথপুর টু সিলেটের গুরুত্বপূর্ণ সড়কের মধ্যখানে সড়কের বেহাল দশা। জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার মধ্যখানে এ সড়কে সারা বছরই মানুষের দুর্ভোগের শেষ নেই। উপজেলার ভবের-সৈয়দপুর বাজার হয়ে নয়াবন্দর-গোয়ালাবাজার সড়কে অসংখ্য ছোট-বড় গর্তে মানুষের জীবন মরণ নিয়ে সড়কে চলতে হচ্ছে প্রতিদিন। এ সড়কে রাস্তা নয়, যেন মরণ ফাঁদ, দুর্ভোগের যেনো শেষ নেই, হাজার হাজার মানুষ ও পথচারীর। এ অঞ্চলের মানুষ উপজেলা সদরের সঙ্গে একমাত্র যোগাযোগের ব্যবস্তা এ সড়কটি দীর্ঘদিন থেকে সংস্থার না হওয়ায় সড়কে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সৈয়দপুর বাজার হয়ে নয়াবন্দর-গোয়ালাবাজার সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত হয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে ইটের-পাতর আর পাতর। বৃষ্টি হলে গর্তে পানি জমে দুর্ভোগ আরো বাড়ে। এতে যানবাহনযোগে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্তে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। প্রায় গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা। এ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। কবি ও গবেষক, সাবেক জনন্দিত সফল ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করি দ্রুত রাস্তাটির সংস্কারের কাজ ব্যবস্থা নেওয়ার। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ছাত্রনেতা ইসহাক মিয়া জানান, এই সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন, এ সড়কে সুস্থ মানুষ একবার চলাচল করলে আরেকবার গাড়ি দিয়ে চলতে মন চায়না। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত সড়কটি সংস্কার চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি দ্রুত সড়কটি সংস্কার করার জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com