সীতাকুণ্ডে ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। বিদ্যালয়ের সভাপতি সুরাইয়া বাকের এর সভাপতিত্বে প্রধান শিক্ষক সামসুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা, ৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম রেজাউল করিম বাহার, বিশিষ্ট শিল্পপতি মাদার স্টীল লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাষ্টার আবুল কাশেম। অনুষ্ঠানে সীতাকুন্ড পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব উল্লাহ, সমিতির সাধারণ সম্পাদক ও শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, সীতাকু- সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,কে,এম মুমিনুল হক সেলিম, সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, প্রধান শিক্ষক এসকান্দর হোসেন ও রতন চক্রবর্তী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। বিদ্যালয়ের জন্য ভূমি দান করা ছাড়াও নিজের শ্রম, মেধা ও যোগ্যতা বলে এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৭ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেন তিনি। শিক্ষানুরাগী আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি গত ৬ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তি লাভ করায় প্রতিষ্ঠাতার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল বাকের ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়ে আলহাজ্ব দিদারুল আলম এমপি বিদ্যালয়কে একটি ৪তলা বিশিষ্ট ভবনসহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব উপহার দেওয়ার ঘোষণা দেন।