সিরাজগঞ্জের উল্লাপাড়া কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম এই ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম, পৌর প্রকৌশলী মোঃ সাফিউল কবির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, আল হেলাল রতন, শিক্ষক আশরাফ আলী, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, গ্রাম্য প্রধান অনাথ প্রামানিক, টি, এম গোলাম মোহাম্মদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মেয়র নজরুল বলেন, প্রায় ২ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাস্তা-ঘাট ও অবকাঠামো সহ সব ধরনের উন্নয়ন সাধিত হয়। তিনি আরও বলেন, জীবন মানের উন্নয়ন, নিরাপত্তা ও সুখী সমৃদ্ধি জাতি গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন বান্ধব সরকারকে নির্বাচিত করার আহবান জানান তিনি।