বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

ডোমারে প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কেয়ার অষ্ট্রিয়া প্রতিনিধি

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

নীলফামারীর ডোমারে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহযোগীতায় আর্ন্তজাতিক দাতা সংস্থা কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশন (ইএসডিও) কতৃক বাস্তবায়নাধীন জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম সরজমিনে পরিদর্শনে আসেন কেয়ার অষ্ট্রিয়া প্রতিনিধি এ্যালিজাবেথ ও মরগান। সোমবার দুপুরে উপজেলার ৭নং বোড়াগাড়ীই উনিয়ন পরিষদ হলরুমে বোড়াগাড়ী ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাঁরা অংশ গ্রহন করেন। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেয়ার অষ্ট্রিয়ার প্রতিনিধি এ্যালিজাবেথ ও মরগান। সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমানের সঞ্চালনায় জানো প্রকল্পের সিনিয়র টিম লিডার নাজনীন রহমান, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহিদুজ্জামান, জানো প্রকল্পের প্লান ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার ফয়েজ কায়সার, জানো প্রকল্পের কেয়ার বাংলাদেশের মাল্টি সেক্টরাল গর্ভন্যান্স ম্যানেজার গোলাম রাব্বানী, প্রকল্পের ইএসডিওর ফোকাল পার্সন আবু জাফর নূর মোহাম্মদ, জানো প্রকল্প ইেএসডিওর প্রজেক্ট ম্যানেজার রেজানুর রহমান, প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্ প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও ইউডিসিসি কার্যক্রম বিষয়ে অতিথিদের সাথে মতবিনিময় করেন, প্যানেল চেয়ারম্যান ফারুক আহম্মেদ, ইউপি সচিব মাহাবুবু ররহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন, ইউডিসিসি’র সদস্যসহ ইউপি সদস্যগণ। মিটিং শেষে প্রতিনিধি দল জানো প্রকল্পের সহায়তায় ইউনিয়ন পরিষদ চত্বরে ‍ইউনিয়ন পরিষদে আগত সেবাগ্রহিতার স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্মিত হাত ধোবার ষ্টেশন ও উচ্চ পুষ্টি সমৃদ্ধ সব্জি বাগান পরিদর্শন করেন। এর আগে প্রতিনিধি দল বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ কমিউিনিটি ক্লিনিক এর কমিউিনিটি সাপোটগ্রুপ (সিএসজি) কার্যক্রম পরিদর্শন করেন এবং তাঁদের সাথে কথা বলেন, জানো প্রকল্পের সহায়তায় পাঙ্গা বালিকা বিদ্যালয়ের ছাদে স্থপিত উচ্চ পুষ্টি সমৃদ্ধ সব্জি বাগান, কিশোরী কর্ণার, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেন্ডার ইকুয়িটিমুভমেন্ট ইন স্কুল (জেমস্) ক্লাশ ও শিক্ষাথীদের বিভিন্ন প্রকার সংস্কৃতিক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুলমালেক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম,উপ-সহকারী কৃষি কর্মকতা দুলাল হোসেন, পাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনীকান্ত রায়, মাহিগঞ্জ কমিউিনিটি ক্লিনিক এর সিএসসিপি ওয়াহেদুজ্জামান বাবু প্রমূখউপস্থিত ছিলেন। বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) জয়েন্ট অ্যাকশন নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্পের ডোমার উপজেলার সকল পর্যায়েরকর্মীগন কেয়ার অষ্ট্রিয়া প্রতিনিধিগনের পরিদর্শনে সহায়তা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com