আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পোষ্য পুলিশ কর্তৃক ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম-এর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জলঢাকা উপজেলার পৌর জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (৪ই আগষ্ট) সকালে জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ন-আহ্বায়ক এস আর শফিক সাদিক ও পৌর জাতীয়তাবাদী যুবদলের সদস্য আবু তোরাপ ইমন এর নেতৃত্বে উপজেলা অস্থায়ী কার্যালয় পেট্রোল পাম্প থেকে মিছিলটি শুরু হয়। পরে বাসষ্ট্যান্ড পর্যন্ত এসে সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবনেতা মোঃ মুশফিকুর রহমান মিজু বক্তব্যে দেন বক্তব্যে তিনি বলেন, পুলিশ দিয়ে হামলা করে, মামলা দিয়ে, গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এ দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। দেশের কোথাও যদি বিনা বিচারে একটি গুলি চলে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথে তার জবাব দেবে।বিনা ওয়ারেন্টে এরপর থেকে কাউকে গ্রেপ্তার করতে এলে সাধারন জনতাকে সঙ্গে নিয়ে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা দেলোয়ার হোসেন, মামুন মনতাছির, ছাইয়াংগীর, গোলাম রাব্বানী, লাজু প্রামানিক, এনামুল হোসেন, মোশাররফ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।