অথৈ জলে ঢাক-ঢোল শব্দের তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বইঠার ছন্দ মাতিয়ে তোলে রৌমারী বাগুয়ারচর ব্রম্মপুত্র নদের তীর। আর সেই নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর ব্রম্মপুত নদের বুকে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম খেলা নৌকা বাইচ। নদীমাতৃক এদেশের গ্রামীন লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ নদীতে আয়োজন করা হয় এই ঐতিহ্য নোকা বাইচ। এরই ধারাবাহিকতায় রৌমারী বাগুয়ারচরে উৎসব মুখর পরিবেশে ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচের চুড়ান্ত পর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানরে স্বরণে বাগুয়ারচর, বাইটকামারী, বলদমারা ও খঞ্জনমারা গ্রামের আয়োজনে বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ¦ আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী চুড়ান্ত পর্বের এ নৌকা বাইচ। প্রতিযোগীতায় চুড়ান্ত পর্বে গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলা থেকে আগত একাত্তুরের সৈনিক চ্যাম্পিয়ন হয়। দ্বীতিয় হয় রৌমারীর উত্তর বাগুয়ারচর গ্রামের দুরন্ত চিতা ও রানার্সআপ হয় গাইবান্দার বামনডাংগা ইউনিয়নের আশার আলো ও সোনার বাংলা। নৌকা বাইচ চুড়ান্ত পর্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ইমান আলী ইমন সাবেক নির্বাহী পরিচালক আরএসডিএসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু হানিফ মাষ্টার নির্বাহী পরিচালক সিএসডিকে রৌমারী।