ওয়াল্টন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সোয়া একটায় জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচ টি- ২০ সিরিজে লজ্জাজনক ভাবে সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ। সিরিজে জিম্বাবুয়ে ২-১ ব্যাবধানে সিরিজ নিজেদের দখলে নিয়েছে স্বাগতিকরা। চিরাচরিত নিয়মেই টি- ২০ ও টেষ্টে বাংলাদেশ দূর্বল সব সময়ই । তারই অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক ভাবে টি- ২০ সিরিজ হেরেছে সফরকারীরা। এর আগে ওঃ ইন্ডিজের বিপক্ষে টি-২০ ও টেষ্ট সিরিজ বড় ব্যাবধানে বাংলাদেশ পরাজিত হয়। কিন্তু ওয়ানডে সিরিজ জয় করেছিলো টাইগাররা। টাইগাররা ওয়ানডে ক্রিকেটে নিজেদের মাঠে সকল দলের কাছেই একটি আতঙ্ক দল। আজ শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দলে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আজ থাকছে সিনিয়ররাও বলে জানাগেছে। দেশের কোটি কোটি ক্রিকেট পাগলরা টি-২০ সিরিজ হারের গ্লানী, বেদনা ভুলে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষে আশা, বাসনা, স্বপ্নকে বুকে ধারণ করে টাইগারদের প্রতি সমর্থন জানাবে। এর প্রতিদান দিতে পারবে কি টাইগাররা?। বাংলাদেশের দীর্ঘদিনের ওপেনিং জুটিতে ভালো একটা প্লাটফর্ম তৈরী করতে পারেনা। এই সমস্যাটাই সব চাইতে বড় বাংলাদেশের জন্য। টপ অর্ডারের ব্যাটসম্যানরাই বেশির ভাগ সময়ই ব্যার্থতার পরিচয় দিয়ে আসছেন। সর্বোপরি আজ বাংলাদেশে জয়লাভ করাসহ সিরিজ জয় করুক এই প্রত্যাশা এদেশের সকলের।