রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্টে আসতে হয়: স্থানীয় সরকারমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

‘পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্টে আসতে হয়’, মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘সারা পৃথিবী পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্টমেন্টে আসে। আমাদের না আসার কোনও কারণ নাই।’ তিনি আরও বলেন, ‘সমস্যা একা আমার হলে সেটা আমাকেই ঠিক করতে হবে। কিন্তু সমস্যা যখন বৈশ্বিক সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়েই কাজ করা উচিৎ।’
গতকাল বুধবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে ‘নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: জনজীবনে চ্যালেঞ্জ’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। ‘কথায় কথায় ভর্তুকি দিলে অন্য খাতে ইমব্যালেন্স চলে আসবে’ মন্তব্য তাজুল ইসলাম বলেন, ‘আপনি (সমালোচক) বলেন যে, এটাতে ভর্তুকি দিতে হবে, ওটাতে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দেওয়ার বিষয়ে সরকারকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা নিতে হবে। কথায় কথায় ভর্তুকি দিয়ে দিলে অন্য খাতগুলো ইমব্যালেন্স হয়ে যাবে। কোথায় ভর্তুকি দিতে হবে সরকার এনালাইস করে দেয়।’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কখনও লাভ করে নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘(আলোচনায়) বিপিসির কথা এসেছে, তাদের কাছে ৫০ হাজার কোটি টাকা আছে। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, এখনকার অবস্থার কথা বলতে পারবো না, বাট বিপিসি কখনও লাভ করে নাই। তাদের ভর্তুকি দেওয়ার জন্য ৪০ হাজার কোটি টাকা লক করে রাখা হয়েছে। সরকার এই টাকা না দিলে তাদের দেনা। এখন তারা ভর্তুকি দিচ্ছে না, কারণ বাজেটে কোনও টাকা রাখা হয় নাই। তারা লোকসান দিচ্ছে।’ ‘তেল কেনার জন্য টাকা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের কারেন্ট একাউন্টে হয়তো সমস্যা থাকে। কারেন্ট একাউন্টে সারা পৃথিবীর সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্ট একাউন্টে ডেবিট অ্যান্ড ক্রেডিট হিসাব করে দেখেন, তাদেরও সেখানে গোলমাল আছে।’
প্রয়োজনেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে টাকা নেওয়া হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আজকে রিজার্ভ নিয়ে কথা আসছে… ৩৪ বিলিয়ন ডলার। কখনোই তো আমাদের এর বেশি ছিল না। রিজার্ভ ৪০ বিলিয়ন, না ৪২ বিলিয়ন… বাট কারেন্ট একাউন্টের অ্যাডজাস্টমেন্টের জন্য এখান থেকে টাকা নেই। তাই এইটা নিয়ে এত হিউ অ্যান্ড ক্রাই কেন বইতে হবে।’ মেগা প্রজেক্ট প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘যে প্রজেক্ট আমাকে দুসময়ে দুর্দিনে সার্ভিস দেবে, একটু কষ্ট করে সেই কাজ যদি না করি; তাহলেতো সারাজীবনই দরিদ্র থাকবো।’ কেউ কেউ ‘দেশে নাই নাই’ বলে জনগণের মধ্যে একধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই পরিস্থিতিও আমরা একত্রিত হয়ে মোকাবিলা করতে পারবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com