মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

মহেশপুরে আদালতের নির্দেশ অমান্য করে মালিকানা জমিতে রাস্তা নির্মাণ

আলমগীর হোসেন মহেশপুর (ঝিনাইদহ)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে ব্যক্তি মালিকানা জমির উপর রাস্তা নির্মাণের অভিযোগ করেছেন জমির মালিক। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যেয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জানা গেছে, ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রহমান শিমুল আদালতের রায় অমান্য করে গোয়ালহুদা গ্রামের গুলশান পাড়ায় ১৪৩নং গোয়ালহুদা মৌজার আরএস ক্ষতিয়ান নং ৮, দাগ নং-৭০, ১৬২শতক জমির উপর দিয়ে উত্তর-দক্ষিনে প্রায় ৩শ ফুট লম্বা জমির ৭/৮ ফুট দখল করে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় ইউপি সদস্য আমিনুর রহমান শিমুল উপস্থিত থেকে রাস্তা তদারকি করছে। জমির মালিক গোয়ালহুদা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদের। ঘটনাস্থল থেকে আব্দুল কাদেরের ছেলে টুটুল সাংবাদিকদের জানায়,তাদের সত্ব দখলীয় জমির উপর দিয়ে মেম্বার জোরপূর্বক তার লোকজন দিয়ে রাস্তা করছে। অথচ এই জমির উপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর বাচ্চু বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও মেম্বার শিমুল জামায়াত নেতাদের সাথে নিয়ে জোরপূর্বক এই রাস্তা নির্মাণ করছে। স্থানীয় বাসিন্দা মইনুদ্দিন মিন্টু বলেন, আব্দুল কাদেররের জমির উপর দিয়ে ৭/৮ ফুট দখল করে বর্তমান মেম্বার রাস্তা করছে যা আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ৫নং ওয়ার্ডের মেম্বারের অনুকূলে কিছু টাকা বরাদ্দ করা হয়েছে যা রাবিশ ও আধলা ইট রাস্তায় দেওয়ার জন্য। কিন্তু কোন ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য আমিনুর রহমান শিমুল বলেন, রাস্তাটি আমি করছি না স্থানীয় জনগণ করছে, আমার প্রকল্প এখান থেকে আরো সামনে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তাদের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তবে আব্দুল কাদেরের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের কথা বলা হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com