বুধবার, ৩১ মে ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে হবে দ্বিতীয় পদ্মা সেতু পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করতে পারবে অনিবন্ধিত জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন ইসলামী ব্যাংকের ৪টি সেবার উপর কর্মশালা জনাব এম. এম. সাইফুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন নগরীজুড়ে ছেয়ে গেছে পোস্টারে জমে উঠছে ফেসবুক প্রচারণা নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই সীতাকুেন্ডর এয়াকুবনগর ছড়ার বাঁধেই আটকে আছে কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়ন

বাবার সামনে ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারলো ইসরায়েলিরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঘরে ঢুকে এক ফিলিস্তিনি তরুণকে পরিবারের সামনেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। সোমবার (১৫ আগস্ট) পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী কুফর আকাব শহরে ঘটেছে এই বর্বরোচিত ঘটনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ওয়াফার খবরে বলা হয়েছে, এদিন মোহাম্মদ ইব্রাহিম শাম নামে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে নিজবাড়িতে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইব্রাহিমের বাবা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভোরবেলা তাদের বাড়িতে অভিযান চালায় দখলদার বাহিনী এবং তার ছেলেকে খুব কাছ থেকে মাথায় গুলি করে। ওই অবস্থায় আধা ঘণ্টার বেশি ইব্রাহিমের মরদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে সেনারা। এরপর তাকে গ্রেফতার করে এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যুর ঘোষণা দেয়। নিহত তরুণের বাবা বলেন, আমরা জানি না ওরা কেন আমাদের বাড়িতে এসেছিল। আমি ও আমার আরেক ছেলে লুকিয়ে না থাকলে তারা আমাদেরও মেরে ফেলতো। তারেক আল-জারু নামে এক প্রতিবেশী জানান, তিনি ভুক্তভোগীর বাবাকে ‘আমার ছেলে শহীদ হয়েছে’ বলে চিৎকার করতে শুনেছেন। তারেক জানান, ইসরায়েলি সেনারা তাকে ইব্রাহিমদের বাড়ির কাছে যেতে নিষেধ করেছিল। তবে তিনি ঘরের মেঝেতে ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ইব্রাহিম সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন এবং সে কারণেই গুলি চালানো হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা শহীদ ইব্রাহিম আল-শামের বেআইনি হত্যাকা-ের নিন্দা জানাচ্ছে। একে একটি সংগঠিত সন্ত্রাসী মাফিয়ার কূটকৌশল বলেও উল্লেখ করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকা- রাজনৈতিক পর্যায়ের নির্দেশনায় দখলদার বাহিনীর ধারাবাহিক হত্যাকা-ের অংশ। ফিলিস্তিনে নিয়মিত সামরিক অভিযান ও হত্যাকা- চালায় ইসরায়েল। গত সপ্তাহেও পশ্চিম তীরের নাবলুস শহরে দুই কিশোরসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
সোমবার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকাগুলো থেকে অন্তত ২৬ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com