নিহত মামুনের বৃদ্ধ পিতা মোতালেব মৃধার একটাই দাবী, তার নিরাপরাধ ছেলেকে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় হত্যা করেছে, সেই অপশক্তি সকল সন্ত্রাসীদের ফাঁসি চাই। ১৮ বছর ধরে আমার পরিবার অপেক্ষা করছি বিচার পাওয়ার আশায়। বুকের মধ্যে শোকের পাথর নিয়ে জীবন পার করছি কথাগুলো অশ্রু সজল কন্ঠে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও পটুয়াখালী ১১৩-(৩) আসনের গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার জনপ্রিয়, সৎ, নির্লোভ সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) সহ জেলা দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কথাগুলো বলেন। প্রয়াত মামুন মৃধার নিজ বাড়িতে মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ, দশমিনা-গলাচিপার শীর্ষ নেতৃবৃন্দসহ গলাচিপা উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম হাওলাদার, হাজী মজিবুর রহমান, আজিজুর রহমান বাবুলসহ এলাকার আওয়ামী লীগ নেতা কর্মীরা, মামুন মৃধার কবরে ফুলের শ্রদ্ধা দিয়ে ২১ আগস্টের নির্মম ঘটনা বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মামুন মৃধার পিতাসহ পরিবারের প্রতিনিধিরা, জেলা নেতৃবৃন্দ, দশমিনা ও গলাচিপা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের প্রতি কৃজ্ঞাতা প্রকাশ করে। উল্লেখ্য ২০০৫ সাল থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যগণ এবং রাজনৈতিক ভাবে দিবসটি শ্রাদ্ধার সাথে পালন করে। এছাড়াও সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অধ্যাপক সন্তোষ দের সভাপতিত্বে দোয়া-মোনাযাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ গোলাম মোস্তফা টিটোসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।