নেতৃত্বের সহজাত তাঁর মধ্যে ছিল কৈশোর থেকেই। মেধা দক্ষতা ও সদিচ্ছা থাকলে কন্টকভরা পথেও হাটতে পারেন অনায়াসে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ আনসার ভিডিপির দলনেতা মো. মামুন মিয়া। পিতা মো. ফজলুল হক। মামুন মিয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের মনোহরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের দলনেতা হিসেবে কর্মরত। তিনি কোভিড-১৯ উর্ধগতি নিয়ন্ত্রনে “স্বাস্থ্যবিধি মেনে চলুন ভ্যাকসিন নিন সুরক্ষিত থাকুন” এই স্লোগানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিজ খরচে লিফলেট বিলিকরে করোনা টিকা নেয়ার জন্য জনসাধারণকে উৎসাহিত করেছেন। এখনো পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মুল, নারী ও শিশু নির্যাতন দমন, বাল্যবিবাহ রোধ, আাইন শৃঙ্খলা রক্ষা, যৌতুক বিরোধী আন্দোলনসহ বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষনে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও মামুন মিয়া মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশ আনসার ভিডিপি সদর দপ্তর কতৃক জারীকৃত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সহিত তৃনমূল পর্যায়ে অত্র দপ্তরকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করেছেন। এসকল প্রশংসনীয় কাজের জন্য তিনি সেচ্ছাসেবী হিসেবে এলাকায় পরিচিতি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর হতে প্রশংসাপত্রও পেয়েছেন।