মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

চুনতিতে জায়গার বিরোধে গৃহিণীকে হামলা ও বাড়ি লুটের অভিযোগ

দেলোয়ার হোসেন রশিদী সাতকানিয়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

চট্টগ্রাম লোহাগাড়ার চুনতিতে গৃহিণীর উপর বর্বর হামলায় হাত ভেঙে দেওয়ার এবং মাথা ফেটে দিয়ে বাড়ি লুটের গুরুতর অভিযোগ করেছে ভুক্তভোগী রুবি আক্তার(৫৫)। সে চুনতি ৩নং ওয়ার্ড আদর্শ পাড়ার জাকের হোসেনের স্ত্রী। সে এখনও গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সূত্র মতে গত ১৬ আগস্ট দুপুরে বসতভিটায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ফয়েজ আহমদ সহ তার দুই ছেলে সাকিব ও নাজিম এবং বহিরাগত অজ্ঞাত ১০/১২ জন বখাটে লোক রুবির বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এমন সময় তাকে বাঁচাতে পুত্রবধু তছলিমা ঘর থেকে বের হলে আঁততায়ীরা তার উপরও হামলার উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। তাদের শোরচিৎকারে তছলিমার স্বামী আজাদ উপস্থিত হলে সন্ত্রাসীরা আজাদকেও মারধর করতে থাকে। ওইসময় প্রতিবেশিরা এগিয়ে আসলে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় মহিলা ইউপি সদস্য শিরিন আক্তারকে অবহিত করে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ঘটনা বেগতিক দেখে স্থানীয় চৌকিদার সঞ্জিত দে-কে খবর দিলে সে ছুটে আসে। এদিকে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশিদের সহযোগিতায় চৌকিদার সঞ্জিত দে আহত রুবি, পুত্র আজাদ এবং পুত্রবধু তছলিমাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আহত আজাদ এবং তছলিমাকে প্রাথমিক চিকিৎসা দেয় অপর ভিকটিম সন্ত্রাসী দ্বারা গুরুতর আহত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী বিভাগে চিকিৎসাধীন রেখেছেন। ভিকটিম রুবি আক্তার জানান, প্রতিপক্ষগণ দীর্ঘদিন যাবৎ আমার বসৎভিটা জোরদখল করে রেখেছে। ঘটনার দিন হামলাকারীরা পরিকল্পিতভাবে চলাচলের রাস্তা বন্ধ করে দিলে আমি তার তার প্রতিবাদ করায় তারা আমার উপর হামলা ও শ্লীলতাহানীর চেষ্টা করে এবং তাদের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা আমার পুত্রের প্রায় ২ লক্ষ টাকা মূল্যের অটোভ্যান গাড়ি ভেঙে ফেলে এবং বাড়িতে প্রবেশ করে দেড় ভরি ওজনের স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি মহিলা সদস্য শিরিন আক্তার জানান, ঘটনার দিন রুবি আক্তারের প্রতিবেশির ফোন পেয়ে হামলার ঘটনায় তৎক্ষণাৎ উপস্থিত হই। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত ফয়েজ আহমদ জানান, তাদের হামলায় আমরা আহত হয়েছি। কিন্তু বাড়ি লুটের বিষয়টি সত্য নয়। চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন (জনু) জানান, উভয়পক্ষের মারামারির খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com