পটুয়াখালীর গলাচিপায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি ১৫ আগস্ট/২২ মাস ব্যাপী কর্মসূচির আলোকে প্রশাসনিক ভাবে উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজ, শিক্ষক, প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসার ঈমাম, হাফেজ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হলরুমে (২৮আগস্ট) রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও পটুয়াখালী জেলা পরিষদের সুদক্ষ্য চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন সানু ঢালী, চর বিশ্বস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস। বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।