বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

সাংবাদিক লাঞ্ছিত ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

সাংবাদিককে লাঞ্ছিত হত্যার হুমকির প্রতিবাদে গতকাল সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্য্যালয় এর সামনেপ্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব, বাসন মেট্রো থানা প্রেস ক্লাব এবং গাজীপুরে অবস্থিত অন্যন্য সাংবাদিকগন এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব এর সভাপতি, মোঃ আব্দুল ওয়াহাব রিংকো, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সরকার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক মোঃ নূরুল হক ভূইঁয়া, সাংবাদিক আশিকুর রহমান মহসিন ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফয়জুল ইসলাম আরিফসহ গাজীপুরের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,সাংবাদিক লাঞ্চিত হত্যার হুমকির ঘটনায়, থানায় অভিযোগ হলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও অপরাধী কে কেন গ্রেফতার করা হয়নি সেই কারণে সাংবাদিকগন উদ্বিগ্ন। অতি দ্রুত রাশেদুজ্জামান ওরফে জুয়েল মন্ডলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় আরও কঠোর কর্মসুচী গ্রহন করা হবে বলে হুঁশিয়ারি করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কথিত যুবলীগ নেতা, রাশেদুজ্জামান ওরফে জুয়েল মন্ডল কতৃক জাতীয় দৈনিক রুদ্রবাংলা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি বিলকিছ আক্তার রুবিকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দিয়েছেন এই মর্মে, বিলকিছ আক্তার রুবি বাদী হয়ে গাজীপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন। সাংবাদিক ফয়জুল ইসলাম আরিফকে হত্যা হুমকির ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com