কুমিল্লার হোমনা উপজেলায় তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য পন্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। গত রবিবার উপজেলার ৯টি ইউনিয়নের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে প্রথমে উপজেলা সদর কান্দা রোডের কবরস্থান সংলগ্ন একটি মাঠে জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়। এসময় সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডঃ খন্দকার মারুফ হোসেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক (জহর) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যড. আজিজুর রহমান মোল্লা, সহ সভাপতি মো. আলমগীর সরকার, বর্তমান সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ সভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল, ও সাধারণ সম্পাদক ছানাউল্লাহ সরকার, বিএনপি নেতা সাবেব চেয়ারম্যান আ.আজিজ সাব মিয়া, মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, মো. শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (রাজা) ও শাহ আলম হিমেল প্রমুখ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মূল সড়ক দিয়ে পৌর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সকাল থেকে বিএনপির কর্মসূচির সময় রাস্তার মোড়ে-মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।