দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি) এর আলোকে দুর্যোগে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে সোমবার মাদারগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, মাদারগঞ্জ পৌরসভা মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, কড়ইচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল।প্রশিক্ষণে এসওডির বিভিন্ন অনুচ্ছেদসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব, কর্তব্য এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যগণ এসওডি অনুযায়ী দায়িত্ব পালন করার আশ্বাস দেন।উল্লেখ দুর্যোগ ব্যবস্থাপনার নির্দেশনা অনুযায়ী এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সহযোগিতায় ছিলো উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।