কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটি অনুমোদন হওয়ায় তারাকান্দায় সোমবার ১২টা দিকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের কমিটি গঠন করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নবগঠিত আংশিক কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান,সহ-সভাপতি ইয়াছিন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে নেতৃত্বদেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হাসান স্বপন,যুগ্ম আহবায়ক ফজলুল হক,আরিফুল ইসলাম জুয়েল, জহিরুল হক আল আমিন,শামীম আহাম্মেদ,সদস্য মামুন মন্ডল,মুকসেদুল্লাহ সুমন,ফুল মিয়া,রাজীব মিয়া। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল ও আজাহারুল ইসলাম মন্ডল,ফরিদ আহম্মেদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল,দেলোয়ার হোসেন,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারস্থ ঈদগা মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।