কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি নির্বাচনের জন্য রাজনীতি করিনা, আমি মানুষের জন্য রাজনীতি করি। তিনি বলেন,এখন শুধু মুক্তিযুদ্ধের কথা বললে হবে না। মানুষের খাওয়া পরার কথা বলতে হবে, মানুষের জীবনের নিরাপত্তার কথা বলতে হবে,রাস্তা-ঘাটের বিশৃঙ্খলার কথা বলতে হবে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর আরও বলেন, আমি কৃষক শ্রমিক জনতালীগ দল করেছি প্রত্যেকটি মানুষকে সম্মান করার জন্য। যে, যে দল করুক, সে যে মতেরি হোক না কেন তাকে যথাযথ সম্মান দিতে হবে। চলার পথে নির্বাচন আসে। প্রয়োজনে সেখানে অংশগ্রহণ করবো না হয় করবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, এ.টি.এম ছালেক হিটলুসহ অন্যান্য নেতা- কর্মীরা।