গলাচিপা উপজেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গত-৫ সেপ্টেম্বর/২২অনুষ্ঠিত বিভিন্ন খেলা-ধূলা সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহনকৃত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও রানার অ্যপ, ক্রীড়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে কাপসহ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে মোট ৬০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।