বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

নির্বাচন সুষ্ঠু না হলে আগামী প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না-মোস্তফা আল মাহমুদ

এম এ কাশেম জামালপুর
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের উচিত একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে চেষ্টা করা। সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবেন না বুঝতে পারলে আগে ভাগেই নির্বাচন কমিশন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। কারণ, নির্বাচন সুষ্ঠু না হলে আগামী প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না। তিনি রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের ব্যাম্বো গার্ঢেন মিলনায়তনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরও বলেন, অনীয়ম, দুর্ণীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ কষ্টে আছে। জবাবদিহিতার অভাবেই সমাজের রন্দ্রে-রন্দ্রে দুর্ণীতি ছেঁয়ে গেছে। শুধু জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই দেশ থেকে দুর্ণীতি বিদায় করা সম্ভব। আর জবাবদিহিতা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। দুটি দলই রাষ্ট্রক্ষমতায় গেলে আর ক্ষমতা ছাড়তে চায় না। একারণেই দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে।এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিন আলহাজ্ব জাকির হোসেন খান, জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মাহমুদুল্লাহ, সদস্য এডভোকেট আনিছুর রহমান মানিক, সদস্য কাজী খোকন, জেলা যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com