জাতিসংঘের দুর্যোগ ঝুকিঁহ্রাস বিভাগের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার ব্রিসবনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। (১৭ সেপ্টেম্বর)শনিবার রাত বারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিঙ্গাপুর এয়ালাইন্স যোগে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি। ব্রিসবনে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ পৌরসভা সমিতির হয়ে নেতৃত্ব দিচ্ছেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। প্রতিনিধি দলে রয়েছেন ম্যাব প্রেসিডেন্টের সহধর্মীনি জলি নার্গিস আহমেদ, ম্যাব’র উপদেষ্টা রফিকুল ইসলাম কোতোয়াল, মাস্টার ট্রেইনার ও নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান এবং মাস্টার ট্রেইনার ও সিলেট জেলার শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল। ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ জানান, এমসিআর ২০৩০ কার্যক্রমে বাংলাদেশের সফলতা অর্জন এবং পরবর্তি কর্মপরিকল্পনা নিয়ে ইউএনডিআরআর পরিচালক জনাব রিকার্ডো মেনা এর সাথে ২১ সেপ্টেম্বর দ্বি-পাক্ষিক সভায় অংশগ্রহণ করবে বাংলাদেশ প্রতিনিধি দল।