‘চিকিৎসকদের অনুরোধ করেছি যেন আকবরের পা কাটা না হয়। তারা সোমবার পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করেছে। চিকিৎসকরা আমার কথা রাখার চেষ্টা করছেন, একটুও কাটেনি। এভাবে কয়েকদিন চিকিৎসা চলবে।’ গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।
গণমাধ্যমে আকবারের পা কাটার খবর সঠিক কিনা জানতে চাইলে কানিজ বলেন, আকবর আমাদের পরিবারে উপার্জন করার একমাত্র ব্যক্তি। তার পা যদি কাটা হয়, তাহলে আমরা কীভাবে চলবো? তাই চিন্তা করে চিকিৎসকদের অনুরোধ করেছি। এখন বোর্ড তাকে পর্যবেক্ষণে রেখেছে। যদি ভালো না হয় তাহলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গায়ক আকবর। ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে। আকবর প্রায় এক দশক ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। এরই মধ্যে কয়েক দফায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। এর আগে তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।