কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দাউদকান্দি উপজেলা থেকে প্রার্থী হিসেবে ভোটাদের আস্থা নাছিম ইউসুফ রেইন। তার জম্ম দাউদকান্দি পৌরসভার হাসানপুর নামক গ্রামের ঐতিহ্যবাহী একটি রাজনৌতিকভাবে প্রভাবশালী দানশীল পরিবারে।
তার দাদা সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সামাদ। আব্দুস সামাদ জীবদ্দশায় মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। নাছিম ইউসুফ রেইনের পিতা মরহুম ইউসুফ জামিল বাবু ছিলেন বৃহত্তর দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান। কর্মী বান্ধব রাজনীতিবিদ ইউসুফ জামিল বাবু ছিলেন জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। রেইন এর তার বড় ভাই নাইম ইউসুফ সেইন দাউদকান্দি পৌরসভায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি ঐতিহ্যবাহী রাজনৌতিক পরিবার ও পরিমন্ডলে বেড়ে উঠেছেন নাছিম ইউসুফ রেইন। জনগণের সাথে এই পরিবারের সম্পর্ক ওতপ্রতোভাবে জড়িত ও অত্যন্ত সুদৃঢ়। খোঁজ নিয়ে জানা যায় তফসিল ঘোষনার পর নাছিম ইউসুফ রেইন নিজেকে একজন জনপ্রিয় ও শত্তিমান প্রার্থী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত নাছিম ইউসুফ রেইন স্বভাব -আচরণে ইতিমধ্যে ভোটারদের মন জয় করতে পেরেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান। তারা বলেন এই নির্বাচনে মূলত ভোটার- ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের (ভোটার) আগ্রহের কারণেই রেইন জেলা পরিষদ নির্বাচনে এই উপজেলা থেকে নির্বাচন করছেন। এক কথায় বলা চলে ভোটাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন রেইন। তারা আশা প্রকাশ করেন নির্বাচনে বিজয়ী হয়ে রেইন বর্তমান সরকার এর উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। কারণ তিনি তার স্বনামধন্য পিতার মত মা-মাটি আর মানুষের সাথে একাত্ম হয়ে আছেন।