মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

তাকরিমকে শুভেচ্ছা জানালেন বিশিষ্টজনেরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত হয়ে গেল ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’। বৈশ্বিক এই আসরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখলো বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা গ্রুপ) তৃতীয় স্থান অর্জন করেছে সে। বিরাট এই অর্জনে দেশব্যাপী নানা শ্রেণি-পেশার মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে তাকরিম।
তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও প্রখ্যাত দাঈ মাওলানা মিজানুর রহমান আজহারি। গত বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মাওলানা আজহারি এ শুভেচ্ছা জানান। তিনি তাতে লেখেন, ‘সাবাস তাকরিম! দু’আ ও অভিনন্দন তোমায়। ওর তিলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমত মন ছুঁয়ে যায়। আমার ভালো লাগে খুব। সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাকরিমরা বেশি বেশি জন্ম নিক এ ভূখন্ডে। ছড়িয়ে দিক কুরআনের সুধা বিশ্বময়। Keep our flag high on global stage’
তাকরিমের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হক। গতকাল শুক্রবার সকালে পাঠকপ্রিয় উপন্যাস ‘মা’-এর রচয়িতা নিজের ফেসবুক পেজে তাকরিমকে নিয়ে প্রকাশিত প্রথম আলোর একটি নিউজের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘অভিনন্দন, সালেহ আহমাদ তাকরিম।’
ক্ষুদে এ হাফেজকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিমও। তিনি পুরস্কার হাতে তাকরিমের একটি ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লিখেছেন। যার অর্থ : ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোট ভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।’
সালেহ আহমাদ তাকরিমের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি তার ফেসবুক পেজে বিশ্বজয়ী তাকরিমের ছবির সাথে বাংলাদেশের একটি জাতীয় পতাকার ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশকে পিছনে ফেলে আবারও বিশ্ব জয়ী হাফেজ ‘সালেহ আহমেদ ত্বাকরিম-এর ৩য় স্থান অর্জন। এমনই ইসলামের সোনালী আলোয় উজ্জ্বলিত কৃতি সন্তানদের মহিমায় মহিমান্বিত হোক্ আমার সোনার বাংলাদেশ। পরম করুণাময় তোমায় আরো গৌরবোজ্জ্বল জীবন দান করুন। আমিন।’
জনপ্রিয় গায়ক আসিফও তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন,‘আবারো স্বীয় প্রতিভার ঝলক দেখালেন টাঙ্গাইল নাগরপুর ভাদ্রার কৃতি সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরীম। হাফেজ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকা’র শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে শারীরিক অসুস্থ্যতা সত্ত্বেও তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ তাকরীম। এর আগে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। সাইফুর সাগরের ফেস দ্যা পিপল এর এক আলোচনায় হাফেজ তাকরীমের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল। তাঁকে আমার অসম্ভব চৌকস বুদ্ধিদীপ্ত মেধাবী মনে হয়েছে। বহির্বিশ্ব থেকে দেশের জন্য বয়ে নিয়ে আনা প্রতিটি সম্মানই আমাদের গর্বের বিষয়। হাফেজ তাকরীম এবং তাঁর সম্মানিত শিক্ষকদের জন্য অনেক ভালবাসা শুভেচ্ছা অভিনন্দন রইলো। তার উত্তরোত্তর সফলতা কামনা করি। ভালবাসা অবিরাম’
ক্রিকেটার রুবেল তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছে লিখেছেন, দমক্কায় অনুষ্ঠিত ১১১টি দেশের মধ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের গর্ব হাফেজ সালেহ আহমদ তাকরিম। মাশাল্লাহ, অনেক অনেক অভিনন্দন ছোট্ট হাফেজকে। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিটি অর্জনই গর্বের ও আনন্দের।’
জনপ্রিয় টিভি অভিনেতা সজল নুর তাকরিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয়। বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিমকে অভিনন্দন।’ সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান অর্জন। আল্লাহ তোমাকে একজন সঠিক মুসলমান হিসেবে কবুল করুক।’
‘খেলবেই বাংলাদেশ’-এর ফাউন্ডার কাজী সাবির বিরাট ব্যানারের সামনে ক্ষুদে হাফেজ তাকরিমের দাঁড়ানো অবস্থার একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন,‘দারুণ! ওর অর্জনটা যে কত বড় এটা ব্যানারের সাইজ আর ব্যানারের সামনে ছেলেটার ক্ষুদ্রতা দেখলে বুঝা যায়, নিজের বয়সের তুলনায় কত বড় অর্জন! নিজের ভাষা না তারপরেও সেই অঞ্চলের ভাষাভাষীদের হারিয়ে জয়ী হওয়া অসাধারণ অর্জন! ওকে নিশ্চয়ই অসংখ্যবার শুনতে হয়েছে, ‘আরে মাদ্রাসায় পড়ে কি করবা?’ নিজের নামের বদলে হয়তো ‘হুজুর’ ডাকটাই বেশী শুনতে হবে জীবনে! কিন্তু সেই ‘হুজুর’ই আজকে সে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে!’ সাংবাদিক শারফুদ্দিন আহমেদ তাকরিমের কুরআন তেলাওয়াতের একটি ভিডিও শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘কী মধুর! কী মধুর!’ আরেক সাংবাদিক ফাতেমা আবেদিন নাজলাও শুভেচ্ছা জানিয়েছেন তাকরিমকে। তিনিও বড় ব্যানারের সামনে ক্ষুদে তাকরিমের দাঁড়ানো অবস্থার ছবিটি শেয়ার করেছেন। লিখেছেন,‘ছবিটা দেখেন, কত বড় ওয়ালে লিখা আছে তার কথা। হি হ্যাজ অ্যা ভয়েস। মাশাআল্লাহ’। এভাবে আরো অনেকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন তাকরিমকে। তাকরিমের এ অর্জনে যেন গোটা দেশই উচ্ছ্বসিত।

তাকরিমকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা:
দেশে ফিরেছেন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১১১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের তাকরিম। গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেশে ফিরলে তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষ সমবেত হয় বিমানবন্দর। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষ হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানায় মন্ত্রণালয়। এদিকে রাত হলেও হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে হাজির হয়। বিমানবন্দর থেকে শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমদ তাকরিমকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়। তাকরিম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ, ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখ। সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে রাজধানীর ‘মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদরাসা’র কিতাব বিভাগের শিক্ষার্থী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com